১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

Wednesday 31st December 2025

+ 01xxxxxxxxxxx

আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের ১ম পূণর্মিলনী রেজিষ্টেশন ফরম

(যারা কমপক্ষে ১ বৎসর আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় পড়াশুনা করেছেন শুধুমাত্র তারাই রেজিষ্ট্রেশন করতে পারবেন)
(আপনার সক্রিয় মোবাইল নম্বর ব্যবহার করুন, পরবর্তীতে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই নম্বরে আপনাকে জানানো হবে)
  • (ব্যাচ হবে আপনার এসএসসি পরীক্ষার সাল।
  • যদি আপনি দ্বিতীয়/তৃতীয়বার পরীক্ষা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রথম পরীক্ষার সাল উল্লেক করুন।
  • যদি, আপনি এসএসসি’র পূর্বে কেউ স্কুল ত্যাগ করে থাকেন, সেক্ষেত্রে আপনার সহপাঠী যারা এই স্কুল থেকে এসএসসি সম্পন্ন করছে তাদের পরীক্ষার সান লিখবেন।
PHOTO
পরিবর্তন করুন মুছে ফেলুন
হ্যা না
শুধুমাত্র পরিবারের সদস্যবৃন্দ অতিথি হিসেবে গণ্য হবেন। (যেমনঃ স্বামী/স্ত্রী-সন্তান )
  • ACCOUNT NAME: MD EHSANUL KABIR & MD RAFIQUL ISLAM & MD ABDUL HANNAN
  • ACCOUNT NUMBER: 5002204024276001
  • BRAC BANK LIMITED, ISHWARDI BRANCE

তালিকা’র তথ্য ম্যাগাজিনে প্রকাশিত হবে। সেখানে ছবি, নাম, ব্যাচ উল্লেক করে ব্যাচওয়াইজ তালিকা প্রকাশিত হবে, তাই আপনি ছবি আপলোড করলে সেটা ম্যাগাজিনে দেওয়া হবে।
রেজিস্ট্রেশন ফী ৭০০ টাকা (সাতশত টাকা ) অথিতিদের জন্য প্রতি জন ৩০০ টাকা (তিনশত টাকা ) করে জমা দিতে হবে।

আমি স্বজ্ঞানে ঘোষনা করছি যে, উপরোক্ত সকল তথ্য সঠিক এবং আমার তথ্য ম্যাগাজিনে ছাপাতে আমার কোন আপত্তি নেই।