১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

Wednesday 31st December 2025

+

ইআইআইএন: , কোড:

পরিচিতি ও ইতিহাস

প্রতিষ্ঠানটি ১৯৫৭ সালে ইউনিয়ন সদর তথা সুবার বাজার এর প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি ০১-০১-১৯৫৭ ইং হইতে এর শ্রেণী কার্যক্রম চালু করা হয় এবং ০১-০১-১৯৬৯ সনে উচ্চ বিদ্যালয় হিসাবে সরকারী স্বীকৃতি লাভ করে। পরবতীর্তে পর্যায়ক্রমে বিজ্ঞান ও বাণিজ্যা শাখা চালু হয়। অত:পর ০১-০১-১৯৯৪ ইং সনে প্রতিষ্ঠানটি দুই শিফট অনুমোদন লাভ করি। প্রতিষ্ঠানটি গ্রামীণ অঞ্চলে প্রতিষ্ঠিত বিধায় জণগনের শিক্ষা সম্প্রসারনে তথা নারী শিক্ষায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। ২০১১ সনে বি.সি.সি এর তত্তাবধানে ডিজিটাল কর্ন্টেনে শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। উল্ল্যেখ্য যে, উক্ত বিদ্যালয়ে আধুনিক বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী রয়েছে।